
পূর্ণিয়া, ৫ নভেম্বর (হি.স.): ভোটের মরসুমে বিহারের পূর্ণিয়া জেলায় এক জেডিইউ নেতার নিরঞ্জন কুশওয়াহার দাদা নবীন কুশওয়াহা, বৌদি কাঞ্চন মালা দেবী এবং তাঁদের এক সন্তান তনু প্রিয়ার দেহ উদ্ধার করল পুলিশ।
মঙ্গলবার রাতে কেহাট থানার অন্তর্গত ইউরোপিয়ান কলোনিতে দম্পতির বাড়ি থেকে দেহগুলি উদ্ধার করা হয়। পূর্ণিয়ার এসডিপিও জানিয়েছেন, দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। স্থানীয়রা জানিয়েছেন, নবীন এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন এবং তিনি পূর্বে লোকসভা এবং বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ