
জামুড়িয়া, ৫ নভেম্বর ( হি. স.) : পশু নিষ্ঠুরতার এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ জামুরিয়া। সোমবার রাতে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ৫ নম্বর ওয়ার্ডে তিনটি পথ কুকুরের উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যন্ত্রণায় কাতর কুকুরগুলিকে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে পড়ে থাকতে দেখে খবর দেন আসানসোলের প্রাণীপ্রেমী সংগঠন ‘আয়ুদা’-কে। এনজিওর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কুকুরগুলিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। একই সঙ্গে তারা জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আয়ুদার সেক্রেটারি জানান, তিনটি কুকুরের শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করতে তদন্তের দাবি জানানো হয়েছে। তিনি সমাজের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, “খাওয়াতে না পারলে অন্তত মারবেন না এই অবলা প্রাণীদের।” এই ঘটনার পর থেকে সমগ্র এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়