বিশিষ্ট অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে মুখ্যমন্ত্রীর আন্তরিক শ্রদ্ধা
কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) : বিশিষ্ট অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার এক বার্তায় তিনি লিখেছেন যে, - বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের
বিশিষ্ট অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে মুখ্যমন্ত্রীর আন্তরিক শ্রদ্ধা


কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) : বিশিষ্ট অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার এক বার্তায় তিনি লিখেছেন যে, - বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিশিষ্ট অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধা।

উল্লেখ্য, ১৯৪৮ সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের ছবি দেবদূত দিয়ে চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ ঘটে। অভিনয় করেছেন তিনি হিন্দি সিনেমা'তে। হিন্দি ভাষায়' পরিনীতা' হারাধন বন্দ্যোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য সিনেমা। তিনি সত্যজিৎ রায়ের পরিচালিত কাপুরুষ, মহিনগর, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ একাধিক ছবিতে অভিনয় করেন। তিনি টেলিভিশন ও মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। প্রসঙ্গত, ২০০৫ সালে ক্রান্তি কাল সিনেমায় অভিনয়ের সুবাদে সহ অভিনেতা হিসেবে চলচ্চিত্রে ভারতের জাতীয় পুরস্কার পান তিনি। উল্লেখ্য, ২০১১সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande