
কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন, - পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার প্রণাম।
এদিকে, এই উপলক্ষে দক্ষিণ কলকাতায় ২ নম্বর বেলতলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে এদিন স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর স্মৃতি বিজড়িত চেম্বারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। তাঁর পৌত্র আইনজীবী অয়ন রায় শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ১৯৭৭ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কলকাতায় এক অভিজাত পরিবারে তাঁর জন্ম। পিতা, সুধীর কুমার রায় ছিলেন কলকাতা উচ্চ আদালতের এক নামী ব্যারিস্টার। তাঁর মা অপর্ণা দেবী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও তাঁর স্ত্রী বাসন্তী দেবীর জৌষ্ঠ্য কন্যা। ভারতের প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, ও পাঞ্জাবের প্রাক্তন রাজ্যপাল ১৯৯২ - থেকে ১৯৯৬ পর্যন্ত ভারতের রাষ্ট্রদূত হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ছিলেন ও দায়িত্ব সামলেছেন তিনি। ৯০ বছর বয়সে কিডনি বিকল হয়ে পড়ে। এই শহরেই তাঁর মৃত্যু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত