
শ্রীভূমি (অসম), ৬ নভেম্বর (হি.স.) : সমগ্র দেশে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ৩১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত একতা পদযাত্রা এবং অন্যান্য বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে শ্রীভূমি জেলায়ও আগামী ৮ নভেম্বর একতা পদযাত্রা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের বিকশিত ভারত পদযাত্রা এবং সর্দার@১৫০ ঐক্য পদযাত্রা বা ইউনিটি মার্চ কার্যক্রমের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমিতে জেলা পর্যায়ের পদযাত্রা আগামী ৮ নভেম্বর সকাল ৮-টায় শ্রীভূমি শহরের নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে বের করা হবে। ওই পদযাত্রা শ্রীভূমি শহরের মেইন রোড দিয়ে যাবে এবং করিমগঞ্জ কলেজের খেলার মাঠে গিয়ে সমাপ্ত হবে।
পদযাত্রায় সাংসদ, বিধায়ক, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, এনসিসি, এনএসএস ক্যাডেট, মেরা যুবা ভারতের অধীনস্ত ক্লাব, বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তা, সরকারি আধিকারিক ও কর্মচারী, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠেয় পদযাত্রাকে সফল করতে আজ বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে, এডিসি অমৃতপ্রভা দাস, সহকারী আয়ুক্ত, অন্বেষা খেরসা, রসিকা ইসলাম, আলমগির লস্কর, মেরা যুবা ভারতের ডেপুটি ডিরেক্টর মেহেবুব আলম লস্কর, যুগ্ম স্বাস্থ্য-অধিকর্তা সুমনা নাইডিং, এএসআরএলএম-এর ডিপিএম মোনালিসা দাস সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত সভায় সাংসদ কৃপানাথ মালাহ লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সমগ্র দেশব্যাপী অনুষ্ঠিত একতা পদযাত্রার সঙ্গে সংগতি রেখে শ্রীভূমি জেলায়ও অনুষ্ঠেয় শনিবারের একতা পদযাত্রায় সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে লৌহমানবের একতার বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এদিনের সভায় জেলা আয়ুক্ত সংশ্লিষ্টজন সহ সর্বস্তরের জনগণকে প্রস্তাবিত পদযাত্রায় অংশগ্রহণ করে একে সফল করার আহ্বান জানান। পাশাপাশি তিনি পদযাত্রায় অংশগ্রহণকারীদের মাই ভারত পোর্টাল https://mybharat.gov.in/pages/unitymarch-এর মাধ্যমে অধিক সংখ্যাক রেজিস্ট্রেশন করতে আহ্বান জানিয়েছেন।
আজকের সভায় জেলা আয়ুক্ত উপস্থিত সব আধিকারিকদের এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য নিশ্চিত করতে তাঁদের নিজ নিজ বিভাগ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস