
হাইলাকান্দি (অসম), ৬ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায়ও রাষ্ট্রগীত ‘বন্দেমাতরম’-এর ১৫০-তম বর্ষ উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার থেকে বছরব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে।
এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় জেলার সরকারি কার্যালয়গুলিতে সমবেতভাবে ‘বন্দেমাতরম’ রাষ্ট্রগীত গাওয়া হবে। জেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও তাদের মর্নিং অ্যাসেম্বলিতে এই সংগীত সমবেতভাবে পরিবেশন করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে জেলার সব সরকারি কার্যালয়, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ সংগীতের তাৎপর্য নিয়ে আলোচনা করা হবে। এছাড়া সকাল সাড়ে দশটা থেকে এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিঙের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস