
মালদা, ৬ নভেম্বর ( হি. স.) : বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি না দেওয়ায় একাধিক উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে মালদার চাঁচল ১ ব্লকের দেবীগঞ্জ গ্রামে। বৃহস্পতিবার অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘিরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় উপভোক্তারা। ব্লক প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলেছেন তাঁরা।
অভিযোগকারীদের দাবি, বাংলার বাড়ি প্রকল্পের প্রাথমিক তালিকায় নাম থাকলেও, অনুমোদনের তালিকায় তাঁদের নাম কেটে দেওয়া হয়েছে শুধু কাটমানি দিতে অস্বীকার করার কারণে। বঞ্চিতদের মধ্যে বহু পরিবার আজও কাঁচাবাড়ি বা পাটকাঠির বেড়া দেওয়া ঘরে বসবাস করেন।
ঘটনায় সরব হয়েছে বিজেপিও। তাদের দাবি, প্রশাসন ও শাসক দলের একাংশের যোগসাজশেই প্রকৃত গরিবরা বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি জানিয়েছেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
ডিসেম্বরে রাজ্য সরকারের ১৬ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকলেও, তালিকা থেকে নাম বাদ যাওয়ায় হতাশ উপভোক্তারা পাকা বাড়ির স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার আশঙ্কায় দিন গুনছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়