রিলায়েন্স জুট মিলে শ্রমিক নিগ্রহের প্রতিবাদে ভাটপাড়া থানা ঘেরাও
ভাটপাড়া, ৬ নভেম্বর ( হি. স.): রিলায়েন্স জুট মিলের শ্রমিকদের উপর মিল কর্তৃপক্ষের অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার ভাটপাড়া থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হন অসংখ্য শ্রমিক। অভিযোগ, উৎপাদন বাড়ানোর অজুহাতে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই শ্রমিকদের উপর অতিরিক
শ্রমিক নিগ্রহ


ভাটপাড়া, ৬ নভেম্বর ( হি. স.): রিলায়েন্স জুট মিলের শ্রমিকদের উপর মিল কর্তৃপক্ষের অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার ভাটপাড়া থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হন অসংখ্য শ্রমিক। অভিযোগ, উৎপাদন বাড়ানোর অজুহাতে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই শ্রমিকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছিল। সেই অন্যায়ের প্রতিবাদ করায় এক শ্রমিককে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

ঘটনার প্রতিবাদে শ্রমিকরা একজোট হয়ে থানার সামনে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন। তাঁদের হুঁশিয়ারি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

এদিকে, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শ্রমিকদের দাবি, মিলের ভিতরে লাগাতার হয়রানি ও জুলুমবাজি বন্ধ না হলে আন্দোলন চলবে। ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande