‘আন্তর্জাতিক মানের’ এক হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা
কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.): ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক মানের’ এক হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন। ভার্চুয়ালি এই হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন তিনি। পাশে ছিলে
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.): ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক মানের’ এক হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন।

ভার্চুয়ালি এই হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন তিনি। পাশে ছিলেন বাংলার ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সৌরভকে সঙ্গে নিয়েই ফিতে কাটেন মমতা।

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামে রয়েছে বিশ্বমানের অ্যাস্ট্রোটার্ফ, অস্ট্রেলিয়া মতো উন্নতমানের গ্যালারি, এবং ২২ হাজার দর্শকাসনের সুবিশাল ব্যবস্থাও। এ ছাড়াও ওয়ার্মআপ জোন, দু’টি সুসজ্জিত ড্রেসিংরুম, একটি ভিভিআইপি বক্স, দু’টি ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ, একটি আম্পায়ার ও ভিডিয়ো আম্পায়ার রুম, ডোপ টেস্টিং এবং মেডিক্যাল রুম, সম্প্রচার এবং ভিডিয়ো অন্যালিস্টের জন্য আলাদা রুম, পরিচালনা কেন্দ্র, প্রেস কর্নার সহ একাধিক আধুনিক ব্যবস্থা রয়েছে এই স্টেডিয়ামে।

বাংলার ক্রীড়াপ্রেমীদের জন্য এটি শুধু একটি স্টেডিয়াম নয়, এ এক নতুন অধ্যায়ের সূচনা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande