
দাসপুর, ৬ নভেম্বর ( হি. স.) : পশ্চিম মেদিনীপুরের দাসপুরে মাকে কুপিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে সুজানগর গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত ছেলের নাম আকাশ মাঝি, খুন হওয়া মায়ের নাম মিঠু মাঝি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মা ও ছেলে দীর্ঘদিন ধরে একসঙ্গে ব্যবসা চালাতেন, কিন্তু তাঁদের মধ্যে প্রায়ই বিবাদ হত। বুধবার বিকেলে সেই বিবাদ চরমে ওঠে। রাগের বশে আকাশ তার মাকে কাঠারি দিয়ে একাধিক কোপ মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠু মাঝির।
খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকাশকে গ্রেফতার করে এবং হত্যার অস্ত্র কাঠারিটিও উদ্ধার করে। পুলিশের জেরায় অভিযুক্ত আকাশ নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার তাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মর্মান্তিক এই ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়েছে সমগ্র এলাকায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়