
কলকাতা, ৭ নভেম্বর (হি.স.): আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং সেটি বাংলাদেশ ও মায়ানমারের দিকে সরে গেছে। এর ফলে পশ্চিমবঙ্গে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু সুন্দরবন এলাকায় হালকা বৃষ্টির আভাস থাকলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলার আবহাওয়া থাকবে খটখটে। আগামী দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না দক্ষিণের জেলাগুলিতে। তার পরের তিন দিন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে। শহরে তাপমাত্রা স্বাভাবিকে নেমে এসেছে। আগামীতে দিনের তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
দক্ষিণের মতো উত্তরবঙ্গেও শুক্রবার ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না উত্তরের জেলাগুলিতে। তার পরের তিন দিন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ