বাবার বিরুদ্ধেই নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
দক্ষিন ২৪ পরগনা, ৭ নভেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানা এলাকার দেউলার নাজরা গ্রামে ১৪ বছরের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, ন
বাবার বিরুদ্ধেই নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত


দক্ষিন ২৪ পরগনা, ৭ নভেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানা এলাকার দেউলার নাজরা গ্রামে ১৪ বছরের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, নাবালিকাকে একা বাড়িতে কাঁদতে দেখে সন্দেহ হয় মায়ের। জিজ্ঞাসা করলে মেয়ে জানায়, তার বাবা বহুবার তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এরপরই নানালিকার মা উস্থি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিজের স্বামীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে। নির্যাতিতা নাবালিকাকে ডায়মন্ড হারবার মহিলা থানার সহযোগিতায় উদ্ধার করে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নির্যাতিতার মা ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande