
কলকাতা, ৭ নভেম্বর (হি.স.): এসআইআর-এর আবেদনপত্র নিয়ে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার তাঁর ওই পোস্টের পর শুক্রবার বেলা সওয়া ১০টায় তাঁর ওই পোস্টে প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ২২ হাজার, ২ হাজার ৪০০ এবং ৩ হাজার ৭০০।
তিনি লিখেছেন, “গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক'জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।
যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”
দেবযানী ভট্টাচার্য লিখেছেন, “কিন্তু ম্যাডাম, ফর্ম কেন ফিল আপ করবেন না?” এর জেরে প্রসেনজিৎ ভক্ত লিখেছেন, “ওনার স্বামীর নাম লিখতে হতে পারে।”
পরে দেবযানী ভট্টাচার্য লিখেছেন, “কিন্তু এরপর যদি খসড়া তালিকায় আপনার নাম না থাকে তখন তা নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি এই ধরনের বৃথা রাজনীতি দেখতে দেখতে। বরং গ্লোবাল ফাউন্ড্রিজ কলকাতায় সত্যি সত্যি এলে ভালো হত। আবার আপনি ফর্ম ফিল আপ না করা সত্ত্বেও যদি আপনার নাম খসড়া তালিকায় থাকে তখন আবার বিরোধীরা তা নিয়ে রাজনীতি করবে। তারা আপনার এনুমারেশন ফর্ম দেখতে চাইবে। তার চেয়ে বরং সাংবিধানিক কার্যে নির্বিবাদে সহযোগিতা করুন।”
মোনালিসা ব্যানার্জী লিখেছেন, “কী দিনকাল পড়ল! শেষে জাগো বাংলাও মমতা ব্যানার্জীকে নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ করছে!” সন্ময় ব্যানার্জী লিখেছেন, “আপনার কথা কেউ বিশ্বাস করে না। আপনি এত মিথ্যে বলেন। এক্ষেত্রেও আপনি মিথ্যে বলছেন না কে বুঝবে?”
মধুসূদন কর লিখেছেন, “একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনার সাংবিধানিক দায়িত্ব সঠিক ভাবে পালন করছেন, সেটা সাধারণ মানুষ যেন পরিস্কার বুঝতে পারে।”
ল্যাদারুদা নামধারী একজন লিখেছেন, “আপনি তো বলেছিলেন Sir হতে দেবেন না, এখন বলছেন সারা বাংলার সবার Sir ফর্ম ফিলআপ না হওয়া পর্যন্ত আপনি নিজে ফর্ম ফিলআপ করবেন না। এটা কেমন দ্বিচারিতা ম্যাডাম? আমরা বিরোধিতা করে ফর্ম ফিলআপ বয়কট করবো? নাকি সহযোগিতা করে ফর্ম ফিলআপ করবো? কিছুই তো বুঝতে পারছি না। ইতি, ডিজিটাল যোদ্ধা। জয় বাংলা, জয় মা মাটি মানুষের জয়।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত