ঘরের মেয়ে রিচা ঘোষকে সাদরে বরণ শিলিগুড়িবাসীর
শিলিগুড়ি, ৭ নভেম্বর, (হি.স.): শহর যেন আগেই প্রস্তুত ছিল নিজের মেয়েকে বরণ করার জন্য। শুক্রবার রিচা ঘোষ বাগডোগরা বিমানবন্দরে পা রাখতেই শুরু হয় উৎসবের ঢাক-কাঁসর। বাইরে উপচে পড়া জনস্রোত। ঘরের মেয়ে বিশ্বজয় করে আসার পর একবার সামনে থেকে দেখার লোভটা কী আর
রিচা ঘোষ


শিলিগুড়ি, ৭ নভেম্বর, (হি.স.): শহর যেন আগেই প্রস্তুত ছিল নিজের মেয়েকে বরণ করার জন্য। শুক্রবার রিচা ঘোষ বাগডোগরা বিমানবন্দরে পা রাখতেই শুরু হয় উৎসবের ঢাক-কাঁসর। বাইরে উপচে পড়া জনস্রোত। ঘরের মেয়ে বিশ্বজয় করে আসার পর একবার সামনে থেকে দেখার লোভটা কী আর ছাড়া যায়!

বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে ফিরেছেন শিলিগুড়ির গর্ব রিচা ঘোষ। তাঁকে নিয়ে বাড়তি উন্মাদনা থাকবে এটাই তো স্বাভাবিক। বিমানবন্দরেই তাঁকে ফুলে, মালায়, উত্তরীয়তে বরণ করে নেওয়া হয়। তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং মেয়র গৌতম দেব।

শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর হয়ে শিলিগুড়িতে ফিরেছেন রিচা ঘোষ। সদ্য বিশ্বকাপ জয়ী বঙ্গসন্তানের জন্য নানা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ি পুরসভার তরফে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে।

দুপুর ১২টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন রিচা। বিমানবন্দর থেকে বাড়ি পর্যন্ত রিচার জন্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। হুডখোলা জিপে করে ফেরেন তারকা ক্রিকেটার।

রিচাকে দেখার জন্য শহরের প্রধান রাস্তা হিলকার রোড জুড়ে ছিল ক্রিকেট ভক্তদের সমাগম। ছাদখোলা গাড়িতে রিচাকে দেখতে পেয়ে উন্মাদনায় ভেসে গিয়েছে শহর। রিচাও জানান, শহরে ফিরে তাঁর ভাল লাগছে।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande