মানব পাচার মামলায় ইডির হানা দক্ষিণ দমদমে ইঞ্জিনিয়ারের বাড়িতে
কলকাতা, ৭ নভেম্বর, (হি.স.): কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ফের হানা দিল কলকাতায়। ২০১৫ সালের একটি মানব পাচার মামলায় দক্ষিণ দমদমে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি টালান তাঁরা। ওই মামলায় টাকা পাচারের লেনদেন খতিয়ে দেখতে
মানব পাচার মামলায় ইডির হানা দক্ষিণ দমদমে ইঞ্জিনিয়ারের বাড়িতে


কলকাতা, ৭ নভেম্বর, (হি.স.): কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ফের হানা দিল কলকাতায়। ২০১৫ সালের একটি মানব পাচার মামলায় দক্ষিণ দমদমে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি টালান তাঁরা। ওই মামলায় টাকা পাচারের লেনদেন খতিয়ে দেখতেই এই তল্লাশি চালানো হয়। এই একই মামলায় উত্তর শহরতলীর আরও এক হোটেল মালিকের বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে।

সকাল থেকেই শহরের একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। সঙ্গে ছিল সেনা জওয়ানরা। ইঞ্জিনিয়ারের বাড়ি ঘিরে রাখে তাঁরা। ভিতরে তল্লাশি চালান আধিকারিকেরা। জানা গিয়েছে, মানবপাচারের আর্থিক তছরুপে অভিযোগে অভিযান চালাচ্ছে ইডি।

জানা গিয়েছে, বাগুইহাটির একটি মানবপাচারের মামলা দায়ের হয়। পরে ইডি আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করে ইডি। এবার শহরের একাধিক জায়গায় হানা দিল তদন্তকারীরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বালি পাচার মামলায় ইডি ব্যবসায়ী অরুণ শরাফকে গ্রেফতার করে। তারপরই শুক্রবার সকালে মানব পাচার মামলায় তল্লাশি চালায় ইডি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande