দমদম বিমানবন্দরে আগুনে পুড়ে ছাই বাস, আতঙ্কে স্থানীয়রা
কলকাতা, ৭ নভেম্বর, (হি.স.): শুক্রবার দমদম বিমানবন্দরের কাছে একটি বাসে আগুন লাগে। রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলতে থাকে সেটি। ঘটনায় কোনও হতাহতর সংখ্যা বা আগুণের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে যায় বিমানবন্দর ট্রাফিক গার্ড ও দমকলের একটি ইঞ্জিন। জানা গিয়েছ
দমদম বিমানবন্দরে আগুনে পুড়ে ছাই বাস


কলকাতা, ৭ নভেম্বর, (হি.স.): শুক্রবার দমদম বিমানবন্দরের কাছে একটি বাসে আগুন লাগে। রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলতে থাকে সেটি। ঘটনায় কোনও হতাহতর সংখ্যা বা আগুণের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে যায় বিমানবন্দর ট্রাফিক গার্ড ও দমকলের একটি ইঞ্জিন।

জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ কলকাতামুখী বাসটিতে আগুন লেগে যায়। তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তাঁরা হুড়মুড়িয়ে নেমে আসেন বাস থেকে। তাতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন।

যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এই ঘটনায় হতাহতের খবর নেই। কী করে আগুন লাগল তা জানা না গেলেও, প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande