‘বন্দে মাতরম’, মন্ত্র হাজার হাজার বিপ্লবীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিল, মন্তব্য শমীকের
কলকাতা, ৭ নভেম্বর, (হি.স.): “বন্দে মাতরম, এটি কেবলমাত্র একটি শব্দ বন্ধ নয়, এটি একটি মন্ত্র। এই মন্ত্র হাজার হাজার বিপ্লবীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিল, তাঁরা দেশের জন্য বলি প্রদত্ত হয়েছিলেন।” শুক্রবার এই মন্তব্য করলেন বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য
শমীক ভট্টাচার্য


কলকাতা, ৭ নভেম্বর, (হি.স.): “বন্দে মাতরম, এটি কেবলমাত্র একটি শব্দ বন্ধ নয়, এটি একটি মন্ত্র। এই মন্ত্র হাজার হাজার বিপ্লবীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিল, তাঁরা দেশের জন্য বলি প্রদত্ত হয়েছিলেন।” শুক্রবার এই মন্তব্য করলেন বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

তিনি এক্সবার্তায় লিখেছেন, “এই মন্ত্র সীমান্তে অতন্দ্র প্রহরায় থাকা সেনাদের উদ্বুদ্ধ করে। এই মন্ত্র দেশ মাতৃকাকে বন্দনা করার মন্ত্র। সেই বন্দে মাতরম এর ১৫০ বছর হল। আজকের দিনে এই অমোঘ মন্ত্রের স্রষ্টা, দেশমাতৃকার একনিষ্ঠ সেবক, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বিনম্র চিত্তে স্মরণ করি।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande