কুমারঘাটে নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যু
কুমারঘাট (ত্রিপুরা), ৬ নভেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার কুমারঘাটের একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম তরুণ ব্যানার্জি। ঘটনাটি ঘটেছে কুমারঘাটস্থিত ব্রাইট ফাউন্ডেশন নেশামুক্তি কেন্দ্রে। সূত্
মৃতদেহ উদ্ধার


কুমারঘাট (ত্রিপুরা), ৬ নভেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার কুমারঘাটের একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম তরুণ ব্যানার্জি। ঘটনাটি ঘটেছে কুমারঘাটস্থিত ব্রাইট ফাউন্ডেশন নেশামুক্তি কেন্দ্রে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নেশামুক্তি কেন্দ্রের বাথরুমের দরজার কড়ায় ঝুলন্ত অবস্থায় তরুণকে উদ্ধার করা হয়। এরপর কেন্দ্রের কর্মীরা তাঁকে স্থানীয় হাসপাতালে না এনে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ দূরত্বে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়েই এখন নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর নেশামুক্তি কেন্দ্রের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। তরুণের পরিবারের সদস্যরাও কেন্দ্রের কার্যকলাপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। কুমারঘাটের এই ঘটনার পর এলাকাজুড়ে নেশামুক্তি কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande