“শাসক দলের জাল পরিচয়পত্র বিক্রি” নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক, দাবি বিজেপি-র
কলকাতা, ৬ নভেম্বর (হি.স.) “পশ্চিমবঙ্গের শাসক দল জাল পরিচয়পত্র বিক্রি করে ভোট কেনার চেষ্টা করছে। এটি ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও খুবই বিপজ্জনক। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বন্ধ করার জন্য কিছু মানুষজন নিয়ে মিছিল করছেন, যা অত্যন্ত ধিক্
“শাসক দলের জাল পরিচয়পত্র বিক্রি” নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক, দাবি বিজেপি-র


কলকাতা, ৬ নভেম্বর (হি.স.) “পশ্চিমবঙ্গের শাসক দল জাল পরিচয়পত্র বিক্রি করে ভোট কেনার চেষ্টা করছে। এটি ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও খুবই বিপজ্জনক। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বন্ধ করার জন্য কিছু মানুষজন নিয়ে মিছিল করছেন, যা অত্যন্ত ধিক্কারজনক।” বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন, রাজ্য বিজেপির মুখপাত্র অধ্যাপক বিমল শঙ্কর নন্দ।

তিনি বলেন, নিউটাউনের এক বস্তি বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আস্তানা ছিল। এসআইআর শুরু হওয়ার পর সেই বস্তির অর্ধেক ফাঁকা হয়ে গিয়েছে। কারণ, তারা সব পালিয়ে গিয়েছে। এ থেকে বোঝা যায় বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এই দলকে ভোট দিয়ে জেতানোর চেষ্টা করেছে। জাল পরিচয়পত্র বানিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে।

এসআইআর শুরু হওয়ার পরে পূর্বস্থলী দু'নম্বর ব্লকের একটি পানাপুকুরে কয়েক বস্তা জাল আধার কার্ড পাওয়া গেছে। এর থেকে প্রমাণ হয় যে এই রাজ্যে প্রচুর পরিমাণে অসৎ পথে পরিচয়পত্র জাল করা হচ্ছে। রাজ্যে এ ধরনের ঘটনা ঘটছে অথচ এই সরকার জানতে পারছে না, পুলিশ জানতে পারছে না। এটা কিন্তু এই সরকারের ব্যর্থতাকে চিহ্নিত করে।

এছাড়াও, বিমলবাবু এ দিন ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের একটি তথ্য তুলে ধরেন। তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশের পাসপোর্ট থাকা সত্ত্বেও তাদের অনেকের নাম ভারতে ভোটার তালিকায় রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande