“মাটির কাছ থেকে পাওয়া পুরস্কার সব সময় খুব অন্যরকম হয়”, আরতি প্রসঙ্গে মমতা
কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.): “আমি আরতি দিকে বললাম, আপনি হয়তো অনেক পুরস্কার জীবনে পেয়েছেন, কিন্তু মাটির কাছ থেকে পাওয়া পুরস্কার সব সময় খুব অন্যরকম হয়।” বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়কে পুরস্কার দিতে গ
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৬ নভেম্বর, (হি.স.): “আমি আরতি দিকে বললাম, আপনি হয়তো অনেক পুরস্কার জীবনে পেয়েছেন, কিন্তু মাটির কাছ থেকে পাওয়া পুরস্কার সব সময় খুব অন্যরকম হয়।”

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়কে পুরস্কার দিতে গিয়ে এ কথা বলেন।

মুখ্যমন্ত্রীর কথায়, আমরা আরতি দিকে কোনদিনও কোন সম্মাননা জানাতে পারিনি। তাই আজকের আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এ কারণেই আজকে পশ্চিমবাংলায় সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ ওনার হাতে আমরা তুলে দিলাম। উনি যে আনন্দের সঙ্গে সেটা গ্রহণ করেছেন তাই আমি খুশি।

এদিকে, আরতী দেবী বলেন, আমি ভীষণ ভালোবেসে এই পুরস্কারটা গ্রহণ করেছি। মমতা, আমার তোমার কাজের প্রতি খুব ভালবাসা আছে। বিশেষ করে মিউজিক নিয়ে তুমি যে কাজ করো সেটা আমার খুব ভালো লেগেছে। একজন মুখ্যমন্ত্রীর পক্ষে লোকের কাছে গিয়ে গিয়ে জানা বোঝা, মোটেই সহজ নয়। তোমাকে মানুষ যেন তোমার এই কাজের জন্য মনে রাখে। তুমি যেভাবে কাজ করে যাচ্ছ, আমার কাছে সেটা দারুন। সেটা বলার যোগ্য।

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে বাংলার অন্যতম কিংবদন্তি সংগীত শিল্পী আরতি মুখোপাধ্যায়কে বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া হয়। একে একে উঠে দাঁড়ান সকলে। মুখ্যমন্ত্রী জড়িয়ে ধরেন তাঁকে। আরতি দেবী শুধু বাংলার নয়, ভারতের এক অন্যতম কিংবদন্তি শিল্পী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande