জেল-ফেরার কাণ্ড : বরখাস্ত হাফলং উপ-কারাগারের অ্যাসিস্টেন্ট জেলার সহ দুই
হাফলং (অসম), ৬ নভেম্বর (হি.স.) : কর্তব্যে গাফলতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে হাফলং উপ-কারাগারের অ্যাসিস্টেন্ট জেলার কল্যাণ কুমার এবং ওয়ার্ডার রাইতুল আলিকে। গতকাল বুধবার দুপুর ১২টা নাগাদ জঙ্গি সংগঠন ‘ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগার’ (ডিএনএলট
হাফলং উপ-কারাগার


হাফলং (অসম), ৬ নভেম্বর (হি.স.) : কর্তব্যে গাফলতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে হাফলং উপ-কারাগারের অ্যাসিস্টেন্ট জেলার কল্যাণ কুমার এবং ওয়ার্ডার রাইতুল আলিকে।

গতকাল বুধবার দুপুর ১২টা নাগাদ জঙ্গি সংগঠন ‘ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগার’ (ডিএনএলটি)-এর প্রাক্তন সদস্য বেতসিং জিডুং ওরফে মাস্টার ওরফে জন ডিমাসা জিডুং ওরফে খুরাং হাফলং উপ-কারাগার থেকে পালিয়ে গেছে। এ ঘটনার পর পরিচালিত তদন্তের তদারকি করতে গৃহসচিব দিগন্ত বরা এবং ডিআইজি (প্রিজন) গৌতম বরা হাফলং এসেছেন। এখানে এসে প্রাথমিক তদন্তে অ্যাসিস্টেন্ট জেলার কল্যাণ কুমার এবং ওয়ার্ডার রাইতুল আলির বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির তথ্য পেয়ে উভয়কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে এক নির্দেশিকা জারি করেন ডিআইজি (প্রিজন) গৌতম বরা।

উল্লেখ্য, এক ধর্ষণ-মামলায় সাজাপ্রাপ্ত ডিমাসা ন্যাশনাল লিবারেশন টাইগার নামের জঙ্গি সংগঠনের সদস্য বেতসিং জিডুং গতকাল দুপুরে পুলিশের চোখে ধুলো দিয়ে কারাগার থেকে পালিয়ে যায়। পলাতক বেতসিং জিডুংকে ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে। কিন্তু এই খবর লেখা পর্যন্ত বেতসিঙের কোনও সন্ধান পায়নি পুলিশ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande