নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমারের ‘ট্র্যাক রেকর্ডে’ আস্থা রেখেছেন রাজ্যবাসী, ঔরঙ্গাবাদে জানালেন প্রধানমন্ত্রী
ঔরঙ্গাবাদ, ৭ নভেম্বর (হি.স.): শুক্রবার, দ্বিতীয় ও শেষ দফার ভোটের আগে বিহারের ঔরঙ্গাবাদে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, প্রথম দফায় বিহারে রেকর্ড ভোট পড়ায় প্রমাণ হয়ে গিয়েছে, রাজ্যবাসী নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমারের ‘ট্র্যাক রেকর্ড
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


ঔরঙ্গাবাদ, ৭ নভেম্বর (হি.স.): শুক্রবার, দ্বিতীয় ও শেষ দফার ভোটের আগে বিহারের ঔরঙ্গাবাদে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, প্রথম দফায় বিহারে রেকর্ড ভোট পড়ায় প্রমাণ হয়ে গিয়েছে, রাজ্যবাসী নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমারের ‘ট্র্যাক রেকর্ডে’ আস্থা রেখেছেন।

মোদী বলেছেন, ‘‘বৃহস্পতিবার বিহার বিধানসভার প্রথম দফার ভোটে সর্বকালের রেকর্ড ভেঙে ভোট দিয়েছেন ভোটারেরা। ইতিহাসে ভোটদানের এই হার সর্বোচ্চ। এর বেশির ভাগ কৃতিত্ব রাজ্যের মা-বোনেদের। এর থেকে প্রমাণ হয়, রাজ্যবাসী নরেন্দ্র-নীতীশের ট্র্যাক রেকর্ডে ভরসা রেখেছেন।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, বিহারের প্রথম দফা ভোটে রেকর্ড সংখ্যক ভোটদানের হার থেকেই স্পষ্ট যে, মানুষ এনডিএ সরকারকে আবার ক্ষমতায় আনতে অগ্রণী ভূমিকা নিয়েছেন।

তিনি এও বলেন, মোদী-নীতীশের ট্র্যাক রেকর্ড সবার সামনে। আমি যা বলি তাই করি। আমি বলেছিলাম রাম মন্দির তৈরি হবে, তা কি হয়েছিল নাকি হয়নি?... আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ৩৭০ ধারার প্রাচীর ভাঙবে। তা কি হয়েছিল নাকি হয়নি?... আমি বিহারের মাটি থেকে ঘোষণা করেছিলাম যে পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়া হবে। আমরা সকলেই অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে ধ্বংস হতে দেখেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande