
নয়াদিল্লি, ৭ নভেম্বর, (হি.স.): ভারতীয় পেসার মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের মধ্যে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে এবার নতুন মোড়। শুক্রবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকার ও শামির উদ্দেশে নোটিস জারি করেছে।
হাসিন জাহানের দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে ওই নোটিস জারি করা হয়েছে। সেই মামলায় হাসিন জাহান মাসিক ভরণপোষণ বৃদ্ধির দাবি তুলেছেন — যা নিয়ে আদালতে তর্ক-বিতর্ক শুরু হয়েছে।
হাসিন জাহান কলকাতা হাই কোর্টের এক নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান। হাই কোর্ট আগেই মাসিক ভরণপোষণ বাবদ ১.৫ লক্ষ টাকা তাঁর জন্য এবং ২.৫ লক্ষ টাকা তাঁদের মেয়ের জন্য ধার্য করেছিল। অর্থাৎ মোট ৪ লক্ষ টাকা প্রতি মাসে। কিন্তু হাসিন জাহান দাবি করেন, এই টাকার অঙ্ক শামির আর্থিক সামর্থ্য ও জীবনযাত্রার তুলনায় অনেকটাই কম।
হাসিনের যুক্তি, শামি একজন আন্তর্জাতিক ক্রিকেটার, বিপুল আয় করেন, দামি সম্পত্তি ও বিলাসবহুল গাড়ির মালিক, নিয়মিত বিদেশ ভ্রমণ করেন। তাই মেয়ের ভবিষ্যৎ ও জীবনযাত্রার মান বজায় রাখতে ভরণপোষণের অঙ্ক বৃদ্ধি প্রয়োজন।
শুক্রবার শুনানিতে বিচারপতির বেঞ্চ হাসিনের এই বাড়তি টাকার দাবি নিয়ে প্রশ্ন তোলে। বেঞ্চ সরাসরি বলে — “মাসে ৪ লক্ষ টাকা কি কম টাকা নাকি?” তবুও আদালত হাসিন জাহানের আবেদন শুনে মহম্মদ শামি এবং পশ্চিমবঙ্গ সরকার— দুই পক্ষকেই নোটিস পাঠায়। তাঁদের চার সপ্তাহের মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ডিসেম্বর মাসে হওয়ার কথা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত