কাশীতে পৌঁছলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল, রয়েছে একাধিক কর্মসূচি
বারাণসী, ৭ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা শুক্রবার উত্তর প্রদেশের বারাণসীতে পৌঁছেছেন। বিজেপি কর্মীরা বাবতপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। বিজেপি কিষাণ মোর্চার কাশী প্রদেশের সহ-সভাপত
কাশীতে পৌঁছেছে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর


বারাণসী, ৭ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা শুক্রবার উত্তর প্রদেশের বারাণসীতে পৌঁছেছেন। বিজেপি কর্মীরা বাবতপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

বিজেপি কিষাণ মোর্চার কাশী প্রদেশের সহ-সভাপতি শৈলেশ পান্ডে উপস্থিত ছিলেন সেখানে। বিমানবন্দরে কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পর, উপরাজ্যপাল একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন। উপরাজ্যপাল তাঁর জন্মস্থান মোহনপুরওয়ায় পরিদর্শন করবেন। সেখানকার মানুষের সঙ্গে দেখা করার পর তিনি নোনহারা থানায় লাঠিচার্জে নিহত বিজেপি কর্মী সিয়ারাম উপাধ্যায়ের বাড়ি রুকান্দিপুরও পরিদর্শন করবেন। তিনি নিহতর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন, ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। সেখান থেকে, তিনি সুহওয়াল গ্রামে যাবেন এবং প্রয়াত ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ লক্ষ্মণ রাইয়ের প্রতি শ্রদ্ধা জানাবেন। তারপর তিনি মাতসা এবং তারপর জৌনপুর যাবেন।

শনিবার সকালে জৌনপুর থেকে গাজীপুরে পৌঁছাবেন উপরাজ্যপাল। সকাল ১১টায় তিনি হোটেল নন্দ রেসিডেন্সিতে আয়োজিত সাহিত্য উৎসবের উদ্বোধন করবেন। সাহিত্য উৎসবে অংশগ্রহণের পর উপরাজ্যপাল শাস্ত্রী নগরে তাঁর বাসভবনে যাবেন এবং সেখান থেকে দুপুর ২.৩০ মিনিটে বারাণসী বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande