
কলকাতা, ৭ নভেম্বর (হি.স.): ইংরেজদের খুশি করতে নাকি ‘জন গণ মন’ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কর্নাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরির সাম্প্রতিক এই মন্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠল তৃণমূল। সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু ও শশী পাঁজা বললেন, “বিজেপি কোনওদিনই রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পারেন না।”
তাঁদের কথায়, বিজেপি তৎকালীন একটি ব্রিটিশ সংবাদপত্রের দাবিকে তুলে ধরে কবিগুরুকে অপমান করছে। যা কোনওভাবেই মেনে নেবে না তৃণমূল। কাগেরির কথায়, ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ লেখা হয় ব্রিটিশ আধিকারিকদের স্বাগত জানানোর জন্য। তাঁর মতে দেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল ‘বন্দে মাতরম’।
বিষয়টি নিয়ে তু্ঙ্গে বিতর্ক। প্রতিবাদে সরব হয় কর্ণাটকের শাসকদল কংগ্রেসও। এদিন ফুঁসে উঠল তৃণমূল। ব্রাত্য বসুর কথায়, বিজেপি পরিকল্পনামাফিক ভুল তথ্য প্রচার করছে ও কবিগুরুকে অপমান করছে।
ব্রাত্য এদিন সাফ বলেন, “পঞ্চম জর্জের আসার সঙ্গে এই গানের কোনও সম্পর্ক নেই। বিজেপি মিথ্যাকে আমাদের খাইয়ে দিতে চাইছে!” ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “পুজোর সময় তো মুখ্যমন্ত্রীর লেখা অনেক গান প্রকাশিত হয়। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুজো উদ্বোধনে কলকাতায় আসেন। তার মানে কি ওনাকে স্বাগত জানাতে গান লিখেছেন মুখ্যমন্ত্রী?”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত