
দার্জিলিং, ১০ ডিসেম্বর (হি.স.): দার্জিলিংয়ের গ্লেনারিজের বার বন্ধের নির্দেশ দিল আবগারি দফতর। তিন মাসের জন্য সিল করে দেওয়া হয়েছে গ্লেনারিজের বার। সন্ধ্যের পর গ্লেনারিজের বারে ভিড় হয় পর্যটকদের। পর্যটকদের আনন্দের জন্য থাকে মিউজিক। কিন্তু সম্প্রতি আবগারি আইনভঙ্গের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। যেকারণে তিন মাস বার বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এই গ্লেনারিজের মালিক অজয় এডওয়ার্ড। পাহাড়ের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি। বর্তমানে ইন্ডিয়ান গোর্খা জন শক্তিফ্রন্ট দলের প্রতিষ্ঠাতা ও অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। কিছুদিন আগেই দার্জিলিংয়ে একটি নতুন সেতুর উদ্বোধন করে সেই সেতুর নাম রাখেন গোর্খাল্যান্ড। তার বার বন্ধ করে দেওয়ার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে দাবি অজয় ও তার দলের অন্যান্য নেতাদের। গ্লেনারিজ কর্তৃপক্ষের দাবি সমস্ত নিয়ম মেনে বার চালানো হচ্ছিল। আবগারি দফতর সূত্রে খবর, বারে মিউজিকের জন্য কোনও অনুমতি ছিল না।
হিন্দুস্থান সমাচার / সোনালি