বর্ধমানে এক বৃদ্ধের ঘুষিতে আরেক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
মেমারি, ১০ ডিসেম্বর (হি.স.): সাতসকালে চায়ের দোকানে বচসা, তার জেরে হাতাহাতি! ওই ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। ওই বৃদ্ধকে লক্ষ্য করে ঘুসি মারার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর। মৃতর নাম লাল্টু শিকদার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারিতে। প
বর্ধমানে এক বৃদ্ধের ঘুষিতে আরেক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ


মেমারি, ১০ ডিসেম্বর (হি.স.): সাতসকালে চায়ের দোকানে বচসা, তার জেরে হাতাহাতি! ওই ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। ওই বৃদ্ধকে লক্ষ্য করে ঘুসি মারার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর। মৃতর নাম লাল্টু শিকদার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারিতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেমারি থানার বড়পলাশন এলাকার বাসিন্দা তাঁরা। বুধবার সকালে এলাকার একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন জনা কয়েক ব্যক্তি। সেসময় কোনও বিষয় নিয়ে ৭০ বছরের বৃদ্ধ লাল্টু শিকদারের সঙ্গে বছর ষাটের বৃদ্ধ শেখ আসলামের বচসা শুরু হয়। ক্রমে সেই বচসা আরও উত্তেজনার আকার নেয়। সেসময় দুই বৃদ্ধের মধ্যে হাতাহাতিও হয় বলে খবর। অভিযোগ, শেখ আসলাম ঘুসি ও ধাক্কা মারেন লাল্টু শিকদারকে। ধাক্কা সামলাতে না পেরে সেখানেই মাটিতে উলটে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বচসা, ধাক্কাধাক্কিতে অভিযুক্ত বৃদ্ধও অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande