বাতিল হওয়া বিমানের যাত্রীদের ১০ হাজার টাকার ভাউচার ইন্ডিগোর
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : ইন্ডিগো বিপর্যয়ে ভোগান্তিতে লক্ষাধিক যাত্রী। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিনে সর্বোচ্চ বিমান বাতিলের নজির দেখিয়েছে ইন্ডিগো। দিল্লি হাইকোর্টের নির্দেশের পরেই যাত্রী পরিষেবায় দেশের বৃহত্তম বিমান সংস্থা ক্ষতিগ্রস্ত যাত্
ইন্ডিগো বাতিল বিমান যাত্রীদের দেবে ১০ হাজার টাকা ভাউচার


ইন্ডিগো বাতিল বিমান যাত্রীদের দেবে ১০ হাজার টাকা ভাউচার


নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : ইন্ডিগো বিপর্যয়ে ভোগান্তিতে লক্ষাধিক যাত্রী। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিনে সর্বোচ্চ বিমান বাতিলের নজির দেখিয়েছে ইন্ডিগো। দিল্লি হাইকোর্টের নির্দেশের পরেই যাত্রী পরিষেবায় দেশের বৃহত্তম বিমান সংস্থা ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করল। বিমান বাতিলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের ১০ হাজার টাকার ট্রাভেল ভাউচার দেওয়ার কথা ঘোষণা করল ইন্ডিগো। এই ভাউচার ৩–৫ ডিসেম্বর বাতিল হওয়া বিমানের যাত্রীদের জন্য প্রযোজ্য।

জানানো হয়েছে, ভাউচার আগামী ১২ মাসের মধ্যে যেকোনও ইন্ডিগো ফ্লাইটে ব্যবহার করা যাবে। এটি সরকারের ক্ষতিপূরণের (৫–১০ হাজার টাকা) অতিরিক্ত সুবিধা। ইন্ডিগো এই উদ্যোগকে “গুরুত্বপূর্ণ যাত্রী সহায়তা” হিসেবে উল্লেখ করেছে।

বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ডি.জি.সি.এ.-র নির্দেশিকা অনুযায়ী যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এর উপরে অতিরিক্ত ১০ হাজার টাকার ভাউচারের সুবিধা প্রদান করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande