
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দেশের স্বার্থরক্ষার জন্য এবং নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে ভারতের দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে কৌশলগত জ্ঞান, বিভিন্ন ক্ষেত্রে সংযম এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি একটি সংস্কৃত শ্লোকের উল্লেখ করেন :
“সুদুর্বলং নাওজানাতি কচ্চিদ যুক্তো রিপুং সেবাতে বুদ্ধিপুর্বম।
ন বিগ্রহং রোচয়তে বলস্থঃ কালে চ যো বিক্রমতে সা ধীরঃ।।”
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ