
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): দেশের জাতীয় রাজধানীর বাতাসের গুণমানের ক্রমবর্ধমান অবনতির জন্য রবিবার আম আদমি পার্টি (এএপি)-র দিল্লি ইউনিটের সভাপতি সৌরভ ভরদ্বাজ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে নিশানা করেন। তিনি দাবি করেন, বায়ু মানের সূচক (একিউআই) নিয়ে অবগত নন মুখ্যমন্ত্রী, তাই এই দূষণ সমস্যা থেকে কী ভাবে মুক্তি পাওয়া যায়, তা বিশেষজ্ঞদের উপরে ছেড়ে দেওয়া উচিত।
সৌরভ ভরদ্বাজ বলেন, এই সরকার প্রায় এক বছর ধরে ক্ষমতায় রয়েছে। এই দেশে কোথাও খড় পোড়ানোর ঘটনা ঘটছে না। দূষণের অবস্থা এমন যে, বন্ধ ঘরেও আমরা ধোঁয়াশা দেখতে পাই। দিল্লির মুখ্যমন্ত্রী জানেন না একিউআই কী?
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ