মুর্শিদাবাদে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর, চাঞ্চল্য এলাকায়
ফরাক্কা, ১৭ ডিসেম্বর (হি. স.) : সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পুরসভার এলাকায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা। অভিযুক্ত স্বামী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। যুবতীর নাম
মুর্শিদাবাদে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর, চাঞ্চল্য এলাকায়


ফরাক্কা, ১৭ ডিসেম্বর (হি. স.) : সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পুরসভার এলাকায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা। অভিযুক্ত স্বামী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

যুবতীর নাম শ্রীমতি সিং। তিনি ধুলিয়ান পুরসভার অন্তর্গত পাহাড়ঘাটি গ্রামের বাসিন্দা। তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। ১৪-১৫ আগে এলাকায় যুবক অশিক মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির বছর ১৩ র কিশোরী মেয়েও রয়েছে। অভিযোগ, মঙ্গলবার রাতে অশিক বাড়িতে এসে স্ত্রীকে দেহব্যবসার জন্য চাপ দিতে শুরু করে। স্বামীর প্রস্তাবে রাজি না হওয়ায় শ্রীমতি সিংকে মারধর করতে থাকে অশিক। অভিযোগ, অশান্তির মাঝেই শ্রীমতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে অশিক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন তাঁদের ১৩ বছরের মেয়ে। আসেন স্থানীয় বাসিন্দারাও। তাঁকে উদ্ধার করে অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। পলাতক স্বামীর খোঁজ পেতে এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande