
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি . স.)। “নোটবন্দি করে দেশের টাকা বাড়েনি। মানুষের হাতে টাকা থাকলেই অর্থনীতি চাঙ্গা হয়।” বুধবার এই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে এই উদাহরণ দিয়ে বলেন, তাঁর নিজেরও ডেবিট বা ক্রেডিট কার্ড নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২৩ টা জেলায় ২৩ টা শপিং মল করা হচ্ছে। তারমধ্যে আগামিকাল ১০টার উদ্বোধন করা হবে। এরপরই ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, বাকি ১৩টা আপনারা দেখুন না যদি আপনারা করতে পারেন, জমি সরকার দিচ্ছে। শুধু একটা অনুরোধ যে শপিং মল করবেন তার দুটো তল এমএসএমই সেক্টরের জন্য বরাদ্দ করবেন, বাকি অংশে আপনারা আপনাদের ইচ্ছামত করুন।
উদ্যোক্তাদের দাবি, এ দিনের অনুষ্ঠানে রাজ্যের ছোট, মাঝারি ও বড় মিলিয়ে প্রায় ১২ হাজার ব্যবসায়ী উপস্থিত ছিলেন। যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যের শুরুতেই গ্যালারির একাংশে মাইকের বিভ্রাট দেখা দেয়। সঙ্গে সঙ্গে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে বিষয়টি দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
এ দিকে, এ দিনের অনুষ্ঠান ঘিরে বিতর্কও কম হয়নি। সংবাদমাধ্যমের কর্মীদের জলের বোতল ও ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পুলিশের দাবি, শুধুমাত্র নিরাপত্তার কারণেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এমন বিধিনিষেধ নজিরবিহীন বলেই মনে করছে একাংশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত