
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স.): ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট (আইএসআই) বুধবার কলকাতার আইএসআই প্রাঙ্গণে অবস্থিত প্ল্যাটিনাম জুবিলি অডিটোরিয়ামে তাদের ৯৫-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে-র এমেরিটাস অধ্যাপক প্রণব বর্ধন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসআই-এর নির্দেশক অধ্যাপক সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, ডিন অব স্টাডিজ, অধ্যাপক প্রদীপ্ত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, ছাত্রছাত্রী এবং বিভিন্ন খ্যাতনামা বৈজ্ঞানিক।
এই উপলক্ষে ভারতীয় ইকোনোমেট্রিক সোসাইটির পক্ষ থেকে অধ্যাপক প্রণব বর্ধনকে অধ্যাপক সি. আর. রাও শতবর্ষ স্মারক স্বর্ণপদকে সম্মানিত করা হয়। তাত্ত্বিক অর্থনীতি, উন্নয়নমূলক অর্থনীতি এবং প্রয়োগমূলক গবেষণায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। সমবেত অতিথিদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে অধ্যাপক বর্ধন সমসাময়িক আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধকতা মোকাবিলায় অর্থনীতি, পরিসংখ্যান এবং প্রমাণভিত্তিক গবেষণার ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।
প্রতিষ্ঠা দিবস উদযাপনের অংশ হিসাবে একটি ‘ক্রিয়েটিভ কর্নার’-এর উদ্বোধন করা হয়। এর পর আইএসআই-এর সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৩১ সালের ১৭ ডিসেম্বর কলকাতায় অধ্যাপক পি. সি. মহলানবিশের উদ্যোগে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট, ১৯৫৯ সালে সংসদ প্রণীত আইনের মাধ্যমে ‘জাতীয় গুরুত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান’-এর মর্যাদা লাভ করে।
বুধবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ