শিলিগুড়িতে চুরির ঘটনায় বিহার থেকে উদ্ধার সোনা ও রুপোর গয়না, গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী
শিলিগুড়ি, ১৭ ডিসেম্বর ( হি. স.) : শিলিগুড়ির প্রফুল্লনগর এলাকায় একটি বাড়ি থেকে চুরি হওয়া লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না বিহার থেকে উদ্ধার করলো শিলিগুড়ির প্রধাননগর থানার সাদা পোশাকে থাকা পুলিশ। চুরির জিনিস কেনার অভিযোগে গ্রেফতার এক স্বর্ণ ব্যবসা
শিলিগুড়িতে চুরির ঘটনায় বিহার থেকে উদ্ধার সোনা ও রুপোর গয়না, গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী


শিলিগুড়ি, ১৭ ডিসেম্বর ( হি. স.) : শিলিগুড়ির প্রফুল্লনগর এলাকায় একটি বাড়ি থেকে চুরি হওয়া লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না বিহার থেকে উদ্ধার করলো শিলিগুড়ির প্রধাননগর থানার সাদা পোশাকে থাকা পুলিশ। চুরির জিনিস কেনার অভিযোগে গ্রেফতার এক স্বর্ণ ব্যবসায়ী। ধৃতের নাম অশোক কুমার শাহ (৫৬)। বিহারের মুজাফফরপুরের বাসিন্দা।

জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর ৪৬ নম্বর ওয়ার্ডের প্রফুল্লনগর এলাকার বাসিন্দা চন্দু কুমার মণ্ডল প্রধাননগর থানায় প্রায় ৬ লক্ষ টাকার সোনা ও রুপোর অলঙ্কার চুরির অভিযোগ দায়ের করেন। গত ২৮ নভেম্বর বাড়ি খালি রেখে বাইরে গিয়েছিলেন তিনি। ১০ ডিসেম্বর ফিরে এসে দেখতে পান ঘরের সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আলমারিতে রাখা সোনা ও রুপোর গয়নাও নেই।

অভিযোগের ভিত্তিতে, প্রধান নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরকে শনাক্ত করা হয়। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই লোয়ার ভানুনগর এলাকা থেকে সুরজ কুমার সিংকে গ্রেফতার করে পুলিশ।

গত ১৪ ডিসেম্বর তাকে শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়। এরপর জিজ্ঞাসাবাদে স্বর্ণ ব্যবসায়ী অশোক কুমার শাহের নাম উঠে আসে। বিহার থেকে অশোক কুমার শাহকেও গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande