মণিপুরের তামেংলঙে ১৮-তম রাজ্যস্তরীয় কমলা উৎসবের উদ্বোধন রাজ্যপাল ভাল্লার
তামেংলং (মণিপুর), ১৭ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লা তামেংলং জেলা সদর দফতরের মিনি স্টেডিয়ামে ১৮-তম রাজ্যস্তরীয় কমলা উৎসবের উদ্বোধন করেছেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ
তামেংলঙে ১৮-তম রাজ্যস্তরীয় কমলা উৎসবে রাজ্যপাল অজয়কুমার ভাল্লা


তামেংলং (মণিপুর), ১৭ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লা তামেংলং জেলা সদর দফতরের মিনি স্টেডিয়ামে ১৮-তম রাজ্যস্তরীয় কমলা উৎসবের উদ্বোধন করেছেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং টেকসই জীবিকার ওপর রাজ্য সরকারের গুরুত্বের কথা তুলে ধরেন।

আজ বুধবার রাজ্যপাল ভাল্লা তাঁর সহধর্মিণীকে সঙ্গে নিয়ে কমলা উৎসবের উদ্বোধন করতে এসেছিলেন। তাঁদের স্বাগত জানান বিধায়ক আওয়াংবো নিউমাই এবং জাংহেলুং পানমেই, উপ-জেলাশাসক আংশিম ডাংশাওয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকগণ।

অনুষ্ঠানে অরেঞ্জ গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের উপস্থাপনা ছাড়াও ঐতিহ্যবাহী যুদ্ধনাদ, জেমে ও রংমেই উপজাতির লোকনৃত্য পরিবেশিত হয়। পাশাপাশি রংমেই, লিয়াংমাই, জেমি ও ইনপুই সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণে দড়ি টানার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল ভাল্লা তামেংলংয়ের ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশংসা করে আদিবাসী সংস্কৃতি ও স্থানীয় জীবিকা উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ‘কারণের জন্য উদ্‌যাপন’, এই প্রতিপাদ্যকে উল্লেখ করে রাজ্যপাল অজয়কুমার বলেন, এই উৎসব শুধু তামেংলংয়ের বিখ্যাত কমলার উদ্‌যাপন নয়, বরং অঞ্চলের টেকসই জীবিকা ও পর্যটনের সম্ভাবনাকেও তুলে ধরে।

রাজ্যপাল জানান, ২০১৭ সালে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতিপ্রাপ্ত তামেংলঙের কমলা মণিপুরের মোট কমলা উৎপাদনের ৫০ শতাংশেরও বেশি অবদান রাখে। জৈব চাষের প্রসারের ফলে এটি স্থানীয় কৃষকদের, বিশেষ করে একটি বড় আয়ের উৎস হয়ে উঠেছে। তিনি বলেন, তামেংলং জেলার ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ (ওডিওপি) হলো কমলা এবং এই উৎসবটি কৃষক, শিল্পী ও যুবসমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে, যা শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande