ইকো পার্কের কাছে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : bwvwdqq বুধবার সন্ধ্যায় ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। ৭টার কিছু পরে এই আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঝুপড়ি। আগুন নেভানোর চেষ্টায় প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন আসে। পরবর্তীকালে আরও
ইকো পার্কের কাছে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি


কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : বুধবার সন্ধ্যায় ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। ৭টার কিছু পরে এই আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঝুপড়ি। আগুন নেভানোর চেষ্টায় প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন আসে। পরবর্তীকালে আরও ৫টি বাড়ানো হয়। অর্থাৎ, ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনার পর আতঙ্কে ২০০-২৫০ বস্তির বাসিন্দা। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীকালে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ঝুপড়ি এলাকা হওয়ায় গায়ে গায়ে ঘেঁষে ছিল কাঠামোগুলি। ফলে, দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে।

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ওই সব ঝুপড়ি খালি হওয়ার ছবি সামনে আসছিল। অভিযোগ ছিল, বাংলাদেশ থেকে অনেকে এসে ওই ঝুপড়িতে বসবাস শুরু করেছিলেন। এসআইআর শুরু হওয়ার পর তাঁরা ঘরে তালা দিয়ে চলে যান। তবে বেশ কিছু ঝুপড়িতে এখনও মানুষজন ছিল। সেই এলাকাতেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঝুপড়ির ভিতর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কারণ স্পষ্ট নয়। একাধিক ঘর অক্ষত অবস্থায় ছিল। সেখান থেকে মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই অগ্নিকাণ্ড নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষ বলছেন, “ফাঁকা জায়গায় আগুন কী করে ধরল? ওখানকার বাসিন্দারা তো পগারপার। সেই জায়গাটা আবার কোনও প্রোমোটারের নজরে পড়ল না তো?” ভবিষ্যতে কারণটা সামনে আসবে বলে মনে করছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande