কেন্দ্রের কাছ থেকে রাজ্যের প্রায় ২ লক্ষ কোটি টাকা প্রাপ্য, অভিযোগ মমতার
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স. ) : কেন্দ্রের কাছ থেকে রাজ্যের প্রায় ২ লক্ষ কোটি টাকা প্রাপ্য বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স. ) : কেন্দ্রের কাছ থেকে রাজ্যের প্রায় ২ লক্ষ কোটি টাকা প্রাপ্য বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, “আমাদের নামে শুধু বদনাম করা হয়। কিন্তু বহু বঞ্চনার মধ্যেও আমরা ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি।” তিনি জোর দিয়ে বলেন, এ তথ্য রাজ্য সরকারের নয়, নীতি আয়োগের রিপোর্টেই উল্লেখ রয়েছে।

তিনি মনে করান, বাম আমলে বছরে কথায় কথায় বনধ হোত। তাঁর রাজত্বে বনধ কালচারের সেই বদনাম ঘুচেছে। মনে করিয়েছেন, আমরা আসার আগে ৭৫ লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছে। এখন একদিনও নষ্ট হয় না বনধে বন্ধ করে দিয়েছি।

রফতানি নিয়েও আশাবাদী মুখ্যমন্ত্রী। জানান, রাজ্যের রফতানি বেড়ে ছাড়িয়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। গত ১৪ বছরে নথিভূক্ত সংস্থার সংখ্যাও বেড়েছে প্রায় আড়াই লক্ষ। পাশাপাশি, অসংগঠিত শিল্পে ৬০ থেকে ৬৫ লক্ষ ছোট-বড় ব্যবসায়ী যুক্ত রয়েছেন বলেও জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande