
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): ক্রমবর্ধমান বায়ু দূষণের মোকাবিলায় বড় পদক্ষেপ দিল্লির সরকারের। এখন থেকে দিল্লির সরকারি ও বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবেন। গত কয়েক দিনে দিল্লির বাতাসের মান এতটাই খারাপ হয়েছে, যে মানুষের স্বাস্থ্যের কথা ভেবে প্রশাসন এই কড়া পদক্ষেপ নিয়েছে। দিল্লি সরকারের তরফে এও বলা হয়েছে, যে অফিস বা সংস্থা এই নিয়ম মানবে না তাদের মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে। মূলত রাস্তায় গাড়ির সংখ্যা কমিয়ে ধুলো ও দূষণ নিয়ন্ত্রণের জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়াও, ‘গ্র্যাপ-৪’ জারি হওয়ার কারণে যে সমস্ত নির্মাণ শ্রমিক কাজ হারিয়েছেন, তাঁদের মাথা পিছু ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেবে দিল্লি সরকার।
বুধবার সাংবাদিক বৈঠকে দিল্লি সরকারের শ্রমমন্ত্রী কপিল মিশ্র জানান, শ্রম দফতরের নির্দেশ অনুযায়ী দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সর্বাধিক ৫০ শতাংশ কর্মীর উপস্থিতি অনুমোদিত হবে। বাকি কর্মীদের বাধ্যতামূলকভাবে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। পাশাপাশি, যানজট ও দূষণ কমাতে দফতরগুলিকে ধাপে ধাপে নমনীয় কাজের সময়সূচি গ্রহণের জন্য উৎসাহিত করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার সকালেও দিল্লিতে বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৩০০-এর ওপরে। দূষণের জেরে এমনিতেই দিল্লিতে ধোঁয়াশার আস্তরণ রয়েছে। শীতের মরসুমে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে|
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য