
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি. স. ) : আর জি কর নিয়ে দায়ের করা মামলা এবার থেকে এই মামলার শুনানি কলকাতা হাই কোর্টে হবে বলেই নির্দেশ। শুধু তাই নয়, অভয়ার বাবা-মাকেও আর জি কর মামলার স্টেটাস রিপোর্ট দিতে হবে বলেও নির্দেশ দিল শীর্ষ আদালত।
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে আর জি কর মামলা কলকাতা হাই কোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে মামলার কাগজপত্রও যাতে হাই কোর্টে পাঠানো হয়, তাও নির্দেশে জানানো হয়েছে। তবে হাই কোর্টের কোন বেঞ্চে, কবে শুনানি হবে তা এখনও জানা যায়নি।
২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। যদিও এর মধ্যেই কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের হয়। এবং আলাদাভাবে ঘটনার গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিত মামলা করে। বেশ কয়েক দফায় এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
তদন্তের অগ্রগতি জানিয়ে সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হয়। শুধু তাই নয়, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দিষ্ট নিয়মনীতি তৈরি করতেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত