
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স. ): যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় তদন্তের পরিধি ক্রমশই বাড়ছে। এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে যুবভারতীর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম রূপক মণ্ডল। বুধবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে এই নিয়ে মোট ছ'জনকে গ্রেফতার করা হল।
পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারা সরাসরি ভাঙচুরে অংশ নিয়েছিল এবং কারা নেপথ্যে থেকে উস্কানি দিয়েছিল-এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার হওয়া প্রত্যেক অভিযুক্তের ভূমিকা আলাদা করে বিশ্লেষণ করছেন তদন্তকারীরা।
পাশাপাশি এই ঘটনার গুরুত্ব এবং যুবভারতীর মতো রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়াঙ্গনে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন ওঠায় রাজ্য সরকারের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে কীভাবে এই বিশৃঙ্খলা ছড়াল, নিরাপত্তায় কোথায় ত্রুটি ছিল, দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা আধিকারিকদের কোনও গাফিলতি ছিল কি না-এই সব দিকেই নজর দেবে সিট।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত