
চেন্নাই, ১৭ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুতে জাতিভিত্তিক জনগণনার দাবিতে পাট্টালি মাক্কাল কাচ্চি (পিএমকে)-র ডাকে চেন্নাইয়ে আয়োজিত হয় বিক্ষোভ কর্মসূচি| বিক্ষোভ চলাকালীন চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়, দলের এক পদাধিকারী নিজের গায়ে আগুন লাগানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থলে উপস্থিত দলের কর্মী ও নেতৃত্বের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
পিএমকে নেতা অণ্বুমণি রামদাসের নেতৃত্বে এদিন চেন্নাইয়ের এগমোরের রাজরথিনম ময়দানে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে এগারোটা নাগাদ শুরু হওয়া এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও পদাধিকারী উপস্থিত ছিলেন। জাতিভিত্তিক জনগণনার দাবিতে স্লোগান ওঠে।
বিক্ষোভ চলাকালীন হঠাৎই সুরাপট্টু এলাকার পিএমকে যুব সেনার সহ-সম্পাদক মুরুগন মঞ্চের পেছনে গিয়ে গায়ে আগুন লাগানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এতে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দলের অন্যান্য পদাধিকারীদের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, তামিলনাড়ুতে জাতিভিত্তিক জনগণনার দাবিতে পিএমকে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে। দলের দাবি, জাতিভিত্তিক জনগণনা হলে সংরক্ষণ বৃদ্ধি, পেশাগত ঋণ ও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প আরও বাস্তবসম্মতভাবে রূপায়ণ করা সম্ভব হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই আন্দোলনের গুরুত্ব আরও বেড়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য