
আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার সমস্ত পার্ক সংস্কারের মাধ্যমে নতুন করে সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বুধবার রাজধানী আগরতলার হেরিটেজ পার্ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কারের অভাবে রাজ্যের একাধিক পার্কের অবস্থা অত্যন্ত হতশ্রী হয়ে পড়েছে। অবিলম্বে এই সমস্ত পার্কের সংস্কার করে সেগুলিকে আধুনিক ও আকর্ষণীয় করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বনমন্ত্রী। এদিন হেরিটেজ পার্ক পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন বন দফতরের ঊর্ধ্বতন আধিকারিকরা। মন্ত্রী গোটা পার্কটি ঘুরে দেখেন এবং আগামী ছয় মাসের মধ্যে সেখানে আধুনিক টয়লেট ব্যবস্থা, বাউন্ডারি ওয়াল মেরামত, বিভিন্ন স্ট্যাচু নির্মাণ ও ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ দেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বনমন্ত্রী বলেন, রাজ্যে বন ধ্বংসের অভিযোগ উঠলেও বন রক্ষায় নিয়োজিত কর্মীরা যে নানা বিপদের সম্মুখীন হচ্ছেন, সে বিষয়টি অনেক সময় আলোচনায় আসে না। তিনি জানান, বন রক্ষার কাজে ৪০০ জন টিএসআর জওয়ান চাওয়া হলেও তা এখনও পাওয়া যায়নি। পাশাপাশি অস্ত্রের জন্য একে-৪৭ রাইফেলের আবেদন করা হলেও এসএলআর দিয়ে কাজ চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। কর্মী ও অস্ত্রের অভাবের কারণেই বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। বনদস্যুদের কারণে সবুজায়ন ধ্বংস হোক, তা কোনোভাবেই চান না বলেও স্পষ্ট করেন বনমন্ত্রী।
এদিন বনমন্ত্রী আরও জানান, খুব শীঘ্রই বন দফতরে ১৬৭ জন কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি ১৯৪ জন গার্ড নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বোর্ড গঠন ও কেবিনেটের অনুমোদন পাওয়া গেছে। বর্তমানে অর্থ দফতরের অনুমোদনের জন্য ফাইল পাঠানো হয়েছে এবং অর্থ মঞ্জুর হলেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে তিনি জানান।
এছাড়াও রাজধানীর অক্সিজেন পার্কসহ অন্যান্য পার্কের দুরবস্থার বিষয়টি সাংবাদিকরা বনমন্ত্রীর নজরে আনলে তিনি আশ্বাস দেন, রাজ্যের সমস্ত পার্কই পর্যায়ক্রমে মেরামত ও সৌন্দর্যায়নের আওতায় আনা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ