
বাঁকুড়া, ১৭ ডিসেম্বর (হি.স.): দীর্ঘদিন ধরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নামলেন পাম্প অপারেটাররা। বুধবার পশ্চিমবঙ্গ পাম্প ও ওয়াল্ব অপারেটার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে জনস্বাস্থ্য কারিগরি দফতরের (পিএইচই) বাঁকুড়া জেলা দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালীন জল সরবরাহ বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রমেশ রুইদাস ও শম্ভুনাথ নন্দী জানান, গত দু’বছর ধরে পাম্প অপারেটারদের বেতন অনিয়মিতভাবে দেওয়া হচ্ছে। বর্তমানে কারও সাত মাস, কারও পাঁচ মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। একাধিকবার সময়মতো বেতন পরিশোধের দাবিতে জেলা শাসকের দফতরেও আবেদন জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ।
তাঁরা আরও জানান, দ্রুত বকেয়া বেতন ও বোনাস প্রদান না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন পাম্প অপারেটাররা। সেই সঙ্গে প্রয়োজন হলে জল সরবরাহ বন্ধ রেখে আন্দোলন তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট