ধনপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গুরুতর আহত তিন
বক্সনগর (ত্রিপুরা), ১৭ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার ধনপুর বিধানসভার অন্তর্গত বড় নারায়ণের তাইজ্জামুড়া বাগানবাড়ি এলাকায় বুধবার দুপুর আনুমানিক আড়াইটার সময় দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক
দুর্ঘটনায় মৃত্যু


বক্সনগর (ত্রিপুরা), ১৭ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার ধনপুর বিধানসভার অন্তর্গত বড় নারায়ণের তাইজ্জামুড়া বাগানবাড়ি এলাকায় বুধবার দুপুর আনুমানিক আড়াইটার সময় দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম দীপ্তনু দেবনাথ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মোট তিনজন গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে দু’জন স্কুলছাত্র বলে জানা গেছে। অপর আহত যুবকের নাম নকুল সরকার। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ দ্রুত ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মেলাঘর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসকেরা তাঁদের আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইপাস সড়ক হোক কিংবা গ্রামীণ রাস্তা—সব জায়গাতেই কম বয়সী বাইক চালকদের বেপরোয়া গতিতে যান চালানোর প্রবণতা বেড়ে চলেছে। এর ফলে চালকদের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের জীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয়রা দাবি করেছেন, যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি ও ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতার কারণেই এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, নিয়মিত ট্রাফিক অভিযান এবং কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande