

– নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের
তিনসুকিয়া (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : গত ৮ ডিসেম্বর অরুণাচল প্ৰদেশের আনজাও জেলার অন্তর্গত ভারত-চীন সীমান্তের কাছে হাই-অল্টিটিউড ভূখণ্ডে অবস্থিত হায়ুলিয়াং-চাগলাগাম সরু পাহাড়ি রাস্তায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত গেলাপুখুরি চা বাগানের বাসিন্দা ২১ জন শ্রমিকের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের চিত্ৰপটে পুষ্পাঞ্জলি দিয়ে তাঁদের শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন মুখ্যমন্ত্ৰী। পরিবারগুলোর সঙ্গে সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী ড. শর্মা গভীর শোক প্রকাশ করে তাঁদের দুঃখে সমব্যথী হয়েছেন। দুর্ঘটনায় সৌভাগ্যবলে প্রাণে বেঁচে যাওয়া, চিকিৎসাধীন বছর ২৩-এর গুধেশ্বর দীপের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি জেলা প্রশাসনকে যথাযথ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
অসম সরকারের পক্ষ থেকে নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে এককালীন ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া, আহত গুধেশ্বর দীপের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
পাশপাশি, যে সব নিহত পরিবারের সদস্যরা এখনও অরুণোদয় প্রকল্পের আওতায় আসেননি বা যাঁদের রেশন কার্ড নেই, তাঁদের দ্রুত ওই সুবিধাগুলোর আওতায় আনতে ডিস্ট্ৰিক্ট কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শিশুদের শিক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশও দেন তিনি।
আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জলসম্পদ প্রভৃতি দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বরা, চা জনজাতি ও শ্রম কল্যাণ মন্ত্রী রূপেশ গোয়ালা, বিধায়ক সঞ্জয় কিষাণ, বলিন চেতিয়া, ভাস্কর শর্মা, পোনাকন বরুয়া সহ অন্যান্যরা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস