বিশালগড়ে গোয়েন্দা পুলিশের কনস্টেবলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
বিশালগড় (ত্রিপুরা), ১৭ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার এক কনস্টেবলের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পুলিশ কর্মীর নাম সজল মালাকার। তিনি বিশালগড়ে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে ডিউটিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় প্রা
মৃত কনস্টেবলের পরিবার


বিশালগড় (ত্রিপুরা), ১৭ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার এক কনস্টেবলের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পুলিশ কর্মীর নাম সজল মালাকার। তিনি বিশালগড়ে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে ডিউটিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান বলে প্রাথমিকভাবে জানানো হলেও, এই মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

পরিবার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে বাইক নিয়ে ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সজল মালাকার। কিছুক্ষণ পর বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে তাঁর এক আত্মীয়কে ফোন করে দুর্ঘটনার খবর জানানো হয়। সঙ্গে সঙ্গে পরিবার ও আত্মীয়রা মহকুমা হাসপাতালে পৌঁছান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় প্রথমে হাঁপানিয়ার টিএমসি এবং পরে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবিপি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বুধবার জিবি হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে পিতার মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেন নিহত কনস্টেবলের কন্যা। তিনি জানান, বাইক দুর্ঘটনা হলে শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকার কথা, কিন্তু তাঁর পিতার ক্ষেত্রে কেবল নাকে আঘাতের চিহ্ন ছিল। এছাড়াও বাইকেও কোনও দুর্ঘটনার চিহ্ন পাওয়া যায়নি বলে তাঁর দাবি। তিনি আরও জানান, এই ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হবে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু প্রকাশ করতে তিনি অনিচ্ছা প্রকাশ করেন।

এদিকে সজল মালাকারের মৃত্যুকে নিছক পথ দুর্ঘটনা বলে মানতে নারাজ বিভিন্ন মহল। এমনকি পুলিশ প্রশাসনের মধ্যেও এই ঘটনাকে ঘিরে সন্দেহ দানা বেঁধেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ড্রাগস মাফিয়াদের কোনও চক্র এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে বিভিন্ন মহলের অভিমত। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande