
বাঁকুড়া, ১৭ ডিসেম্বর (হি.স.): কর্তব্যরত বিদ্যুৎ দফতরের কর্মীদের গাছে বেঁধে বেধড়ক মারধরের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ছাতনা থানার পুলিশ। বুধবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ ছাতনা থানার অন্তর্গত বিন্দনা গ্রামে ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ সরবরাহ লাইনের সংলগ্ন একটি গাছ কাটার কাজে যান বিদ্যুৎ দফতরের কর্মীরা। ওই সময় গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিদ্যুৎকর্মীদের বচসা শুরু হয়। অভিযোগ, এরপর বিদ্যুৎকর্মীদের গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়।
এই ঘটনায় গুরুতর আহত হন বিদ্যুৎ দফতরের কর্মী মেঘনাথ সরেন ও গুরুপদ হাঁসদা। প্রথমে তাঁদের ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার পর বিদ্যুৎ দফতরের বাঁকুড়া ডিভিশনের পক্ষ থেকে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং মূল অভিযুক্ত বিন্দনা গ্রামের বাসিন্দা রহিত মণ্ডল (৪২)-কে গ্রেফতার করে। এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট