যুবভারতী পরিদর্শনে ফরেনসিক দলের কর্মীরা
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স.): যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনার পর পেরিয়েছে দিন কয়েক| অবশেষে বুধবার দুপুরে ফরেনসিক দফতরের কর্মীরা ঘটনাস্থলে যান। সেখান থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। এ দিন দুপুরে ফরেনসিক কর্মীরা মাঠের ভিতরে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে
যুবভারতী পরিদর্শনে ফরেনসিক দলের কর্মীরা


কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স.): যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনার পর পেরিয়েছে দিন কয়েক| অবশেষে বুধবার দুপুরে ফরেনসিক দফতরের কর্মীরা ঘটনাস্থলে যান। সেখান থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। এ দিন দুপুরে ফরেনসিক কর্মীরা মাঠের ভিতরে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বসার ভাঙা সিট থেকে শুরু করে অন্যান্য সামগ্রী দেখেছেন। সেখান থেকে তাঁরা প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন। তাঁদের সঙ্গে ছিলেন তদন্তকারীদের একাংশ।

উল্লেখ্য, দায়িত্ব পেয়ে বুধবার সকালেই যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিলেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। কমিটিতে থাকা চার আইপিএস পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার এবং মুরলিধর স্টেডিয়ামের ভিতরে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে স্টেডিয়ামের ভিতরে, মাঠে অবস্থা খতিয়ে দেখার পরে বিধাননগর কমিশনারেটের ভিতরে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। স্টেডিয়ামে যাওয়ার এক ঘণ্টা পরে তাঁরা বেরিয়ে যান। এরপরে এদিনই আবার পরিদর্শনে এলেন ফরেনসিক দলের কর্মীরা|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande