
মুর্শিদাবাদ, ১৭ ডিসেম্বর (হি.স.): বাড়িতে বোমা ফেটে হাতের একাধিক আঙুল উড়ল এক যুবকের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ায়। জখম ওই যুবকের নাম নাজমুল হক। বুধবার সকালে ওই এলাকা বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে। সীমান্ত এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণ হয়। রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় নাজমুল হককে। তাঁকে দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। বিস্ফোরণে ওই যুবকের হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে। শুধু তাই নয়, শরীরের একাধিক জায়গাতেও ক্ষত রয়েছে। তবে তিনি বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সীমান্ত এলাকায় পাচারের সময় ওই বোমা নিয়ে যাওয়া হয়েছিল। পরে বাড়ি ফিরে বোমা রাখার সময় কোনও কারণে ফেটে যায়। তাতেই মারাত্মক জখম হন ওই যুবক।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ