চিকিৎসায় সাড়া দিচ্ছেন না খালেদা, নিয়ে যাওয়া হতে পারে বিদেশে
ঢাকা, ২ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন। তিনি চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না। তাঁর চিকিৎসা সংক্রান্ত কোনও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির স
অবস্থার উন্নতি নেই, খালেদা জিয়া এখনও সংকটেই


ঢাকা, ২ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন। তিনি চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না। তাঁর চিকিৎসা সংক্রান্ত কোনও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ডাক্তারদের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রয়োজনে তাঁকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande